ইনজুরিতে বিপিএল শেষ হয়ে গেলো তামিম ইকবালের

ক্রিকেট দুনিয়া February 7, 2023 290
ইনজুরিতে বিপিএল শেষ হয়ে গেলো তামিম ইকবালের

বিপিএলে আর খেলা হচ্ছে না তামিম ইকবালের। জাতীয় দলের এই অধিনায়কের বিপিএল মিশন শেষ হয়ে গেছে। ইনজুরির কারণে খেলতে পারবেন না তিনি। এবারের বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন তামিম ইকবাল।


ইতিমধ্যেই দলটির বিদায় নিশ্চিত হয়ে গেছে আসর থেকে। তবে গ্রুপ পর্বে এখনও দুটি ম্যাচ বাকি আছে খুলনার। কিন্তু সেই দুই ম্যাচে খেলবেন না তামিম। কুঁচকির পুরোনো চোটে পড়েছেন।


সামনেই আছে ইংল্যান্ড সিরিজ। সেই সিরিজে পূর্ণ ফিট তামিমকে পেতে হবে। দেশের কথা ভেবে সতকর্তার অংশ হিসেবেই খেলবেন না ম্যাচ দুটি। বিসিবির ফিজিওদের সাথে সমন্বয় করেই সেই সিদ্ধান্ত নিয়েছে খুলনার টিম ম্যানেজম্যান্ট। তামিমের না খেলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন।


এবারের বিপিএলে শুরুর দিকে না হলেও, পরবর্তীতে বেশ পারফর্ম করেন তামিম। ১০ ম্যাচ খেলে ১০ ইনিংসে ব্যাট করে ৩০২ রান করেছেন এই বাঁহাতি ওপেনার। ৩৩.৫৫ গড় আর ১২২.২৬ স্ট্রাইক রেট। হাঁকিয়েছেন দুই ফিফটি। এর মধ্যে ৯৫ রানের একটি ইনিংসও আছে।


সূত্রঃ অনলাইন