ইতোমধ্যে টাইগারদের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করেছে তারা। অধিনায়ক জস বাটলারের সঙ্গে ফর্মের তুঙ্গে থাকা মঈন আলী, স্যাম কারেন, ডেভিড ম্যালান, জেসন রয় বাংলাদেশ সফরের দলে আছেন। পেস আক্রমণে থাকবেন জোফরা আর্চার, মার্ক উড ও ক্রিস ওকস।
দল ঘোষণা হলেও এখন পর্যন্ত বাংলাদেশ সিরিজের সম্প্রচার স্বত্ব কিনতে রাজি হয়নি ইংল্যান্ডের কোনো টেলিভিশন বা রেডিও স্টেশন। এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ।
স্কাই স্পোর্টস বা টকস্পোর্টস কেউই এখন পর্যন্ত ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ দেখানোর উদ্যোগ নিতে পারেনি। এদিকে এবারের বিপিএলের আসর সম্প্রচার করছে ভিয়াল্লে। হয়তো শেষ মুহূর্তে বাংলাদেশ সিরিজ দেখাতে পারে ভিয়াল্লে।
ইংলিশ গণমাধ্যমগুলোর ধারণা, শেষ সময়ে টকস্পোর্টস এই সিরিজের সম্প্রচার স্বত্ব কিনতে পারে। ইতোমধ্যে তারা দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও নিউজিল্যান্ডের টেস্ট সম্প্রচার করছে। বাংলাদেশ সিরিজ সম্প্রচার করলে এটি হবে হবে চলতি বছরে ইংল্যান্ডের তৃতীয় সিরিজ, যেটি টকস্পোর্টস দেখিয়েছে।
সূত্রঃ সমকাল অনলাইন