আবারো জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় নাসির

ক্রিকেট দুনিয়া February 4, 2023 578
আবারো জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় নাসির

বিপিএলের এবারের আসরে সবচেয়ে বেশি নজর কেড়েছেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। বাংলাদেশ ক্রিকেট থেকে একপ্রকার নাম-নিশানা মিটে গিয়েছিল নাসির হোসেনের। নাসির হোসেনের নাম ভুলতে বসেছিল অনেকেই।


মূলত ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই একপ্রকার জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে সর্বশেষ খেলেছিলেন ২০১৮ সালের জানুয়ারিতে। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট লিগেও অনিয়মিত ছিলেন নাসির।


ফিটনেস ঠিক না থাকার কারণে গত বছর বিপিএলে খেলতে পারেননি তিনি। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় হয়েছে নানা ট্রল। এমনকি এবারের বিপিএলে ঢাকার অধিনায়ক হওয়ার পরও তাকে নিয়ে হয়েছিল নানা সমালোচনা।


তবে নতুন করে আবারো মাঠে ফেরার ঘোষণা দিয়েছিলেন নাসির হোসেন। নিজেকে ফিরে পেতে কঠোর পরিশ্রমে পাশাপাশি নিজের ওপর বিশ্বাস রেখেছিলেন নাসির। তাইতো গত বছরের বিপিএলের সুযোগ না পাওয়া ক্রিকেটার এবার বিপিএলে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে।


ব্যাটিংয়ের পাশাপাশি এই মৌসুমে বল হাতেও নাসির যেন উড়ছেন। ব্যাট হাতে এবারে মৌসুমে ১১ ইনিংসে করেছেন ৩৪২ রান। করেছেন দুটি হাফ সেঞ্চুরি, স্ট্রাইকরেট ১২৫.৭৩ এবং ব্যাটিং গড ৪৮.৮৫। বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি।


ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দুর্দান্ত পারফরম্যান্স করছেন নাসির হোসেন। যেখানে এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। এখন পর্যন্ত ১০ ইনিংসে তুলে নিয়েছেন ১৬ টি উইকেট। বিপিএলে দুর্দান্ত পারফরমেন্সের কারণে এখন সব জায়গাতেই প্রশংসায় জোয়ারে ভাসছেন নাসির হোসেন।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট