কোচ হয়ে হাথুরুসিংহের ফেরা নিয়ে যা বললেন মিরাজ

ক্রিকেট দুনিয়া February 3, 2023 410
কোচ হয়ে হাথুরুসিংহের ফেরা নিয়ে যা বললেন মিরাজ

টাইগারদের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। সাবেক এই কোচের দ্বিতীয় দফায় ফেরা প্রসঙ্গে জাতীয় দলের তারকা অলরাউন্ডর মেহেদি হাসান মিরাজ বলেন, তিনি ফেরায় ভালো হয়ছে।


বিপিএলের দল ফরচুন বরিশালের এক অনুষ্ঠানে অংশ নিয়ে মিরাজ বলেন, আমার অভিষেকের সময় হাথুরুসিংহে (প্রধান) কোচ ছিলেন। বাংলাদেশের সব কিছুই তিনি জানেন। তিনি প্রত্যেক খেলোয়াড়কে চেনেন, পরিবেশ-পরিস্থিতির সঙ্গেও অভ্যস্ত। কোন জায়গায় উন্নতি করতে হবে, কোন জায়গা নিয়ে কাজ করতে হবে, এটা নতুন কোনো কোচের জন্য চিন্তা করা কঠিন। তার এই সমস্যা থাকবে না।


এই তারকা ক্রিকেটার আরও বলেন, তিনি সবাইকে নিয়ে আগে কাজ করেছেন। কাকে নিয়ে কী করতে হবে, তিনি এটা ভালো জানেন। তাই খেলোয়াড় থেকে শুরু করে সবার জন্যই এটা ভালো কাজ করবে।


সূত্রঃ যুগান্তর অনলাইন