প্রথম বলে চার মেরে শুরু করা লিটন দাস ২য় বলেই হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। পরে আর ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। তার অভাব অবশ্য বুঝতে দেননি মোহাম্মদ রিজওয়ান, জনসন চার্লসরা। তবে লিটনের ইনজুরির আপডেট কি তা জানতে উদগ্রীব হয়ে ছিল ভক্ত-সমর্থকরা।
ম্যাচ শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস জানিয়েছিলেন টেনশনের কিছু নেই। আজ কুমিল্লার ফিজিও এস এম জাহিদুল ইসলাম জানান রিস্ট ও হাতে স্ক্যান করা হয়েছে। সেখানে কোন বোন কনটিউশন বা ফ্র্যাকচার পাওয়া যায়নি ৫ম মেটাকার্পাল বা রিস্ট এরিয়াতে।
তার সেরে ওঠাতে নজর আছে উল্লেখ করে বিবৃতিতে জানানো হয়েছে আগামী ম্যাচেই লিটনের সার্ভিস পেতে আশাবাদী তারা।
সূত্রঃ ক্রিকেট৯৭