আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছেন হাথুরাসিংহে। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পেয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে খবর আসে, হাথুরাসিংহে তার অস্ট্রেলিয়ান ক্লাবের সহকারী কোচের চাকরি ছেড়েছেন।
এরপর সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাথুরাকে দুই বছরের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগের কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, হাথুরাসিংহকে দায়িত্ব দেওয়ার আগে তিন সিনিয়র মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান এবং তামিম ইকবালের সঙ্গে তিনি কথা বলেছিলেন।
তবে সেই কথা হয়েছিল অনেক আগে। গুলশানে নিজ বাসার সামনে আজ সাংবাদিকদের পাপন জানান, জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে তিনি এখনো এ বিষয়ে আলাপ করেননি। তবে দেড় বছর আগে কথা হয়েছিল তিন সিনিয়রের সঙ্গে। পাপনের ভাষায়,
“খেলোয়াড়দের সঙ্গে কথা বলিনি। ওরা জানে না এখনো কে আসছে। মাশরাফির সঙ্গে কথা হয়েছে বহু আগে। সম্ভবত এক-দেড় বছর আগে। তামিমের সঙ্গেও কথা হয়েছে। সাকিবের সঙ্গে বোধ হয় বলেছিলাম। মাশরাফি-তামিম-সাকিব তিনজনই বলেছে, ‘উনি এলে খুবই ভালো”