আবারও টাইগার ক্রিকেটে যুক্ত হলেন চণ্ডিকা হাথুরুসিংহে। পুরনো কর্মস্থলে হাথুরু ফিরছেন আগামী মাসেই। মঙ্গলবার দুপুরে তিনি নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব ছাড়ার পরই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। আনুষ্ঠানিক ঘোষণা এলো সন্ধ্যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লঙ্কান কোচকে দ্বিতীয় দফায় দায়িত্ব দেয়ার কথা।
১ ফেব্রুয়ারি থেকে আগামী দুই বছরের জন্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হাথুরুসিংহে। এর আগে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন। তার অধীনে টাইগাররা পেয়েছিল বেশকিছু বড় সাফল্য।
পুরনো কর্মস্থলে নতুন দায়িত্ব পেয়ে ভীষণ উচ্ছ্বসিত হাথুরুসিংহে। বিসিবির বিজ্ঞপ্তিতে দিয়েছেন প্রতিক্রিয়া, ‘আরও একবার বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পাওয়া বড় সম্মানের ব্যাপার।’
‘আমি বাংলাদেশের মানুষের উষ্ণতা পছন্দ করি, যখনই এই দেশে যাই সেখানকার সংস্কৃতি পছন্দ করি। আবারও খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। তাদের সাফল্য উপভোগ করতে চাইছি।’
সূত্রঃ চ্যানেল আই অনলাইন