হাতুরাসিংহের আগমন নিয়ে যা বললেন পাপন

ক্রিকেট দুনিয়া January 31, 2023 425
হাতুরাসিংহের আগমন নিয়ে যা বললেন পাপন

ডমিঙ্গো চলে যাওয়ার পরই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সম্ভাব্য নতুন কোচ হিসেবে ব্যাপক আলোচনায় চলে আসেন চন্দিকা হাতুরাসিংহে। বিসিবির কর্মকর্তারা কেউ পরিষ্কার করে না বললেও আকারে-ইঙ্গিতে বুঝিয়েছেন, সাবেক টাইগার কোচই আবার ফিরছেন। বিসিবির বিভিন্ন সূত্রও দাবি করছে, লঙ্কান কোচের সঙ্গে শুধু চুক্তির আনুষ্ঠানিকতাটাই বাকি। এ বিষয়ে এবার মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


সম্প্রতি কিছু গণমাধ্যম দাবি করেছে, হাতুরাসিংহে আসছেন না। বরং তিনি বিসিবিকে ব্যবহার করে তার বর্তমান চাকরির বেতন বাড়িয়ে নিয়েছেন। আজ সোমবার সিলেটে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তো জানি না এমন কিছু।


এখন হাতুরাসিংহে বলেন বা অন্য কোনো কোচ আমাকে তো কিছু বলেনি, বিসিবিকে কিছু বলেনি। এখন আপনাদের (সাংবাদিকদের) যদি কিছু বলে থাকে সেটা অন্য বিষয়। এই নিউজ তো আমি দেই নাই। আপনারা কোথা থেকে নিউজ পেয়েছেন… আমার তো কিছু বলার নাই।’


বিপিএল শেষে আগামী ফেব্রুয়ারি থেকেই শুরু হবে টাইগারদের আন্তর্জাতিক ব্যস্ততা। বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড। পাপন দাবি করলেন, ইংল্যান্ড সিরিজের আগেই নতুন কোচ চলে আসবেন। তিনি আরো বলেন, ‘হ্যাঁ, চলে আসবে। আপনারা ডেফিনিটলি ইংল্যান্ড সিরিজের আগেই দেখতে পাবেন (নতুন কোচ)। ১৮-২০ তারিখের মাঝেই চলে আসবে।’


সূত্রঃ অনলাইন