ব্যাট হাতে সমালোচকদের জবাব দিয়ে সবার ওপরে শান্ত

ক্রিকেট দুনিয়া January 29, 2023 919
ব্যাট হাতে সমালোচকদের জবাব দিয়ে সবার ওপরে শান্ত

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে বাংলাদেশ দলে রাখা নিয়ে সমালোচনা কম হয়নি। পরে দেখা গেল, বিশ্বকাপের শীর্ষ রান সংগ্রাহকদের একজন হয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার।


এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ব্যাট হাতে নিজের জাত চেনাচ্ছেন শান্ত। সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা শান্তই এখন রান সংগ্রহের দিক দিয়ে সবার ওপরে।


৯ ম্যাচে ৩৫০ রান তাঁর, গড় ৫০। রান তুলছেন ১১৭.০৬ স্ট্রাইক রেটে। এই আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ চারের মালিকও তিনি। ৩৭ টি চার এসেছে তাঁর ব্যাট থেকে, পাশাপাশি রয়েছে ৯টি ছক্কাও।


এদিকে রান সংগ্রাহকদের তালিকায় দুইয়ে রয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ৮ ম্যাচে সাকিবের সংগ্রহ ৩০৬। ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসিরের সংগ্রহ ২৯১। সেরা পাঁচে আছেন ইফতিখার আহমেদ (২৮৬) ও আফিফ হোসেন (২৬২)।


সূত্রঃ বিডি২৪রিপোর্ট