প্রথম দল হিসাবে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। বিপিএলে আজ নিজেদের মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭ উইকেটে জয়লাভ করেছে সিলেট স্ট্রাইকার্স।
চট্টগ্রামের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বোলারদের উপর চওড়া করে খেলতে থাকেন সিলেট ওপেনার নাজমুল হোসেন শান্ত। দলীয় ৬৩ রানে প্রথম উইকেট হারায় তারা, তৌহিদ হৃদয় আউট হন ব্যক্তিগত ১৫ রানে।
এরপর ব্যাটার শান্তর সঙ্গে সমান তালে রান তুলতে থাকেন সিলেট ব্যাটার মুশফিকুর রহীম। দলীয় ১১০ রানে শান্ত আউট হলে কিছুটা শঙ্কা জাগে সিলেট শিবিরে।
তবে সিলেটের জয়ের সব শঙ্কা দূর করেন রায়ান বার্ল। খেলেন ১৫ বলে ৪১ রানের এক ম্যাচ জেতানো ইনিংস। দলীয় ১৫৮ রানে ভিয়াসকান্থের বলে বার্ল যখন আউট হন, সিলেটের জয় তখন সময়ের ব্যাপার।
শেষের দিকে মুশফিকুর রহীমের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রামের হয়ে ভিয়াসকান্থ নিয়েছেন সর্বোচ্চ দুটি উইকেট।
সূত্রঃ অনলাইন