পিএসএলের মিনি প্লেয়ার ড্রাফটে দল পেলেন যারা

ক্রিকেট দুনিয়া January 26, 2023 2,783
পিএসএলের মিনি প্লেয়ার ড্রাফটে দল পেলেন যারা

২৫ জানুয়ারি অনুষ্ঠিত মিনি প্লেয়ার্স ড্রাফট থেকে ৬ ফ্র‍্যাঞ্চাইজি টেনে নেয় দেশি-বিদেশি ক্রিকেটারদের। পিসিবি ও পিএসএল কর্তৃপক্ষ প্রতিটি দলকে দুটি পরিপূরক খেলোয়াড় যোগ করার পাশাপাশি বদলি খেলোয়াড় নেওয়ারও অনুমতি দেয়।


একটি কনফারেন্স কলে অনুষ্ঠিত খসড়াটি পিএসএলের প্রতিটি দলকে আরও দুটি পরিপূরক খেলোয়াড় যোগ করার পাশাপাশি যাদের প্রাপ্যতা সীমিত ছিল তাদের জন্য বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিয়েছে। দুটি পরিপূরক বাছাইয়ের মধ্যে প্রতিটি দলকে সর্বাধিক একজন বিদেশী খেলোয়াড়ের অনুমতি দেওয়া হয়েছিল।


এই ড্রাফটের জন্য নিবন্ধন করা সাকিব আল হাসানসহ বাংলাদেশি ক্রিকেটারের কাউকেই দলে নিতে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি।


সাপ্লিমেন্টারী ও রিপ্লেসমেন্ট এর মাধ্যমে কে কোন দলে:

পেশোয়ার জালমি –

সাপ্লিমেন্টারী: খুররম শাহজাদ এবং হারিস সোহেল। রিপ্লেসমেন্ট: রিচার্ড গ্লিসন


লাহোর কালান্দার্স –

সাপ্লিমেন্টারী: আহসান ভাট্টি। রিপ্লেসমেন্ট: স্যাম বিলিংস, শেন ড্যাডসওয়েল এবং কুসল মেন্ডিস


ইসলামাবাদ ইউনাইটেড –

সাপ্লিমেন্টারী: টম কুরান এবং জাফর গোহর। রিপ্লেসমেন্ট: গাস অ্যাটকিনসন এবং টাইমাল মিলস


করাচি কিংস –

সাপ্লিমেন্টারী: বেন কাটিং এবং মুসা খান। রিপ্লেসমেন্ট: ফয়সাল আকরাম


কোয়েটা গ্ল্যাডিয়েটর্স –

সাপ্লিমেন্টারী: কায়েস আহমেদ এবং সৌদ শাকিল। রিপ্লেসমেন্ট: ডোয়াইন প্রিটোরিয়াস, উইল জ্যাকস এবং নুয়ান থুশারা


মুলতান সুলতানস –

সাপ্লিমেন্টারী: কাইরন পোলার্ড এবং আমাদ বাট। রিপ্লেসমেন্ট: ওয়েন পার্নেল ও ইজহারুল হক নাভিদ।


সূত্রঃ ক্রিকেট৯৭