জয়-তামিমের পর রাব্বির ঝড়ো ব্যাটিংয়ে চট্টগ্রামকে হারাল খুলনা

ক্রিকেট দুনিয়া January 20, 2023 347
জয়-তামিমের পর রাব্বির ঝড়ো ব্যাটিংয়ে চট্টগ্রামকে হারাল খুলনা

বিপিএল টানা দ্বিতীয় জয়ের দেখা পেল খুলনা টাইগার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। যদিও সেই জয় পেতে বেশ কষ্ট পোহাতে হয়েছে খুলনাকে। চট্টগ্রামের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য ইনিংসের একেবারের শেষ ওভারে গিয়ে পূরণ করে খুলনা।


দলকে জেতাতে সহায়তা করেন মাহমুদুল হাসান জয়। খেলেছেন পঞ্চাশোর্ধ ইনিংস। ৪৪ রানের দারুণ ইনিংস খেলেছেন তামিম ইকবাল। অধিনায়ক ইয়াসির আলি রাব্বি শেষ দিকে দুইশ’র বেশি স্ট্রাইক রেটে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। দেশীদের কাঁধে চড়েই দারুণ জয় তুলে নিয়েছে খুলনা। অপরদিকে ঘরের মাঠে আসরের চতুর্থ হার দেখলো চট্টগ্রাম।


সূত্রঃ অনলাইন