নিজে না করে ইফতেখারকে সেঞ্চুরি করতে সাহায্য করেছেন সাকিব

ক্রিকেট দুনিয়া January 20, 2023 429
নিজে না করে ইফতেখারকে সেঞ্চুরি করতে সাহায্য করেছেন সাকিব

বরিশাল ইনিংসের ১৮তম ওভার তখন শেষ। সাকিব আল হাসান অপরাজিত ৭২ রানে। ইফতিখার আহমেদ ৭০ রানে। খেলার বাকি ১২ বল। এমন অবস্থায় দাঁড়িয়ে কারো সেঞ্চুরি পূর্ণ হওয়া অসম্ভব মনে হলেও বিশ্বাস রেখেছিলেন সাকিব। সে অবস্থায় নিজে সেঞ্চুরির পিছে না ছুটে ইফতেখার আহমেদকে সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে বলেন সাকিব।


অথচ টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেঞ্চুরির দেখা পাননি নিজেও। চাইলে নিজের সেঞ্চুরি পূরণ করতেই পারতেন সাকিব। অপরাজিত ৮৯ রান করে থেমেছেন তিনি। হয়তো আর কয়েকটা বল পেলে অধরা সেই তিন অঙ্কের স্বপ্নের স্কোরের দেখে পেতে পারতেন এ অলরাউন্ডার। কিন্তু নিজে না পূরণ করে সতীর্থকে সে সুযোগটি করে দেন অধিনায়ক।


“সাকিব আমাকে সহায়তা করেছে। আমি তাকে বলেছি আমি সেঞ্চুরির চেষ্টা করব। সে বলেছে তুমি তোমার শক্তি অনুযায়ী খেল। আমার যেখানে সিঙ্গেল দেওয়া দরকার আমি দিব। আলহামদুল্লাহ সেঞ্চুরি হয়েছে। এটা আমার স্বপ্ন ছিল।”


ঠিক কখন সাকিব তাকে সেঞ্চুরির পেছনে ছুটতে বলেছেন তা জানতে চাইলে এ পাকিস্তানি বলেন, “৭০-এ থাকতেই বলেছে। তখন আমি সাকিব ভাইকে বলেছি সেঞ্চুরি করতে চাই, স্ট্রাইক করলে ভালো হয় বেশি। তখন উনি বলেছে, আমি সমর্থন দিচ্ছি, তুমি সেঞ্চুরির পেছনে যাও।”


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট