পূর্ন শক্তির দল নিয়ে রাতে মাঠে নামছে পিএসজি

ক্রিকেট দুনিয়া January 15, 2023 3,184
পূর্ন শক্তির দল নিয়ে রাতে মাঠে নামছে পিএসজি

লিগ ওয়ানের ম্যাচে আজ রাতে মাঠে নামছে জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তাদের প্রতিপক্ষ রেনেস। বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। ম্যাচটির জন্য এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। দলে কে নেই!


বিশ্বকাপ ও ‘গোল্ডেন বল’ বিজয়ী লিওনেল মেসি কদিন আগেই এসেছেন প্যারিসে। একটি ম্যাচ এরই মধ্যে খেলে ফেলেছেন পিএসজির জার্সিতে, গোলও করেছেন। দলে আছেন নেইমারও। রেনেসের বিপক্ষে দেখা যাবে বিশ্বকাপে ‘গোল্ডেন বুট’ জেতা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকেও।


এদিকে মরক্কোকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আশরাফ হাকিমিও আছেন পিএসজির আজকের স্কোয়াডে। এছাড়া দলে আছেন স্প্যানিশ তারকা সার্জিও রামোস, ব্রাজিলীয় তারকা মার্কোনিসরা।


লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরো মজবুত করাই লক্ষ্য পিএসজির। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দ্বিতীয় স্থানে থাকা লেঁসের পয়েন্ট ১৯ ম্যাচে ৪৪। পিএসজির আজকের প্রতিপক্ষ রেনেস রয়েছে পয়েন্ট তালিকার চারে।


সূত্রঃ বিডি২৪রিপোর্ট