বিপিএলে আবারও প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ের ঘটনা ঘটেছে! এবার অভিযোগের তীর তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদের দিকে। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচে জাকের আলী অনিকের সেই আউটটি নিয়ে ব্যাখা দিয়েছে বিসিবি।
বরিশালের স্পিনার ইফতেখার আহমেদের বল খেলতে গিয়ে সেটি মিস করেন কুমিল্লার ব্যাটার জাকের আলী। ইফতেখারের বলের বেশিরভাগ অংশ লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে। মাঠের আম্পায়ার তাৎক্ষণিক সিদ্ধান্তে আউট দেন জাকেরকে।
আইসিসির নিয়মনুযায়ী এটি আউট হয় না। সিদ্ধান্ত ব্যাটসম্যানের পক্ষে যাওয়ার কথা ছিল। কিন্তু আউটের সিদ্ধান্ত বহাল রাখেন টিভি আম্পায়ার। হতভম্ব হয়ে যান অনিক, একই অবস্থা হয় ধারভাষ্যকার হতে শুরু করে সকলেরই।
আউটটি নিয়ে সমালোচনা শুরু হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিবৃতি দিয়ে একটি ব্যখা দিয়েছে। তাতে দেখা যায়, আইসিসির আইনই বদলে গেছে বিপিএলে! বিসিবি জানায় বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী এটি আউট। যদিও টুর্নামেন্টের আগে বিসিবি প্লেয়িং কন্ডিশন জানায়নি। কেবল আম্পায়ারদের অবহিত করা হয় এটি।
প্লেয়িং কন্ডিশনের ডি১-এর ৬.৪.৩.৩ ধারা অনুযায়ী, বলের কোনো অংশ স্টাম্প লাইন স্পর্শ করলেই তাকে ইন লাইন বলে ধরে নেওয়া হবে। সেই নিয়মের কারণেই জাকের আলীর আউটটি নিয়মের বাইরে নয় বলে মনে করে বিসিবি।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন