আফিফ-রাসুলির বিধ্বংসী ব্যাটিংয়ে ঢাকাকে হারালো চট্টগ্রাম

ক্রিকেট দুনিয়া January 14, 2023 422
আফিফ-রাসুলির বিধ্বংসী ব্যাটিংয়ে ঢাকাকে হারালো চট্টগ্রাম

শনিবার চট্টগ্রামে আফিফ আর রাসুলির ব্যাটে ঢাকা ডমিনেটর্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেটাও ১৪ বল হাতে রেখে। ১০৩* রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন আফিফ-রাসুলি।


রান তাড়ায় নেমে তাসকিন আহমেদের করা ইনিংসের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে 'গোল্ডেন ডাক' মারেন আল আমিন। এরপর ৫৫ রানের জুটি গড়েন উসমান খান আর আফিফ হোসেন। ২১ বলে ২২ করা উসমানের বিদায়ে ভাঙে জুটি। দুর্দান্ত ব্যাটিং করা আফিফ ৩৪ বলে ফিফটি তুলে নেন।


তার সঙ্গী দারউইশ রাসুলিও ছিলেন বিধ্বংসী মেজাজে। ৩২ বলে তিনিও ফিফটি পূরণ করেন। চট্টগ্রাম তখন জয়ের দ্বারপ্রান্তে। ১৪ বল আর ৮ উইকেট হাতে রেখেই জিতে যায় শুভাগত হোমের দল। ৫২ বলে ৭ চার ১ ছক্কায় ৬৯* রানে অপরাজিত থাকেন আফিফ। অন্যদিকে রাসুলি অপরাজিত থাকেন ৩ বাউন্ডারি এবং ৪ ছক্কায় ৫৬* রানে।


এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৮ রান তোলে ঢাকা ডমিনেটর্স। ৩৩ বলে ২ বাউন্ডারি আর ৪ ছক্কায় সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার উসমান গনি।


এছাড়া অধিনায়ক নাসির হোসেনের ২২ বলে ৩০ এবং আরিফুল ইসলামের ১৮ বলে ২৯ রানে দেড়শ পার হয় ঢাকার স্কোর। সৌম্য সরকার ৫ বলে ৪ রান করে বাজে শটে আউট হয়ে যান।


আরেক মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ মিঠুন করেন ৫ বলে ৯ রান। ২টি করে উইকেট নিয়েছেন চট্টগ্রামের নাহিদুজ্জামান আর মেহেদি রানা।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন