শুক্রবার নিজেদের মাঠে ২৬ রানে হেরেছে বন্দর নগরীর দলটি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশালের ২০২ রানের জবাবে ১৭৬ রানে থামে শুভাগত হোমের দল। আসরে এটি তাদের দ্বিতীয় হার। অন্যদিকে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাকিবের বরিশাল।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালো করেছিল চট্টগ্রাম। ৪ ওভারেই স্বাগতিকরা স্কোর বোর্ডে জমা করে বিনা উইকেটে ৪০ রান। তবে ব্যক্তিগত ১৯ বলে ৩৬ রান করা উসমান ফিরলে অনেকটা ধীরগতি হয়ে যায় তাদের রানের চাকা। আরেক ওপেনার ম্যাক্স ও’ডাউড ২৯ বলে ২৯ রানের ধীরগতির ইনিংস খেলেছেন।উন্মুখ চাদঁও দলের হাল ধরতে পারেন নি। ২১ বলে মাত্র ১৬ রান করেছেন তিনি।
চাপে পড়ে দ্রুত রান তুলতে গিয়ে ২১ বলে ২৮ রান করে ফিরতে হয় আফিফকে। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন জিয়াউর রহমান। খালেদের করা ১৮তম ওভারে ২ ছক্কা ও ১ চারে ১৯ রান আনেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ৪৭ রানে অপরাজিত ছিলেন জিয়াউর।
সূত্রঃ অনলাইন