শানাকাকে মানকাড আউট করলেন শামি, ফিরিয়ে আনলেন রোহিত

ক্রিকেট দুনিয়া January 11, 2023 1,618
শানাকাকে মানকাড আউট করলেন শামি, ফিরিয়ে আনলেন রোহিত

ভারতীয় ক্রিকেটে আবারও মানকাড আউট দেখা গেল। এ বার সেই কাজ করলেন পেসার মোহাম্মদ শামি। কিন্তু তা হতে দিলেন না রোহিত শর্মা। আউটের আবেদন প্রত্যাহার করে নেন ভারত অধিনায়ক।


দাসুন শানাকা তখন ৯৮ রানে ব্যাট করছেন। বাকি আর মাত্র তিন বল। কিন্তু ব্যাট করছেন কাসুন রাজিথা। নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে ছটফট করছেন শ্রীলঙ্কার অধিনায়ক শনাকা। ঠিক সেই সময় শানাকাকে মাঁকড়ীয় আউট করলেন শামি। কিন্তু সেটা হতে দিলেন না রোহিত শর্মা। ভারতের অধিনায়ক আবেদন প্রত্যাহার করে নিলেন।


ঘটনাটি ঘটে ম্যাচের শেষ ওভারে। তার আগে দুরন্ত ব্যাট করছিলেন শানাকা। শতরান করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। স্ট্রাইকিং প্রান্তে যাওয়ার জন্য শামি বল করার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান শনাকা। সেটা দেখতে পেয়ে মানকাড আউট করেন শামি। তিনি আবেদনও করেন। মাঠের আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন করেন।


ঠিক তখনই এগিয়ে আসেন রোহিত। তিনি শামির সঙ্গে কথা বলেন। তার পরে আম্পায়ারের কাছে গিয়ে আবেদন প্রত্যাহার করে নেন। ফলে আউট হননি শানাকা। ওভারের পঞ্চম বলে চার মেরে শতরান করেন শানাকা।


ম্যাচ শেষে রোহিত সেই বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘‘আমি জানতাম না শামি আউটের আবেদন করেছে। শানাকা দুর্দান্ত ব্যাট করছিল। ৯৮ রানে ওকে ওভাবে আউট করতে চাইনি। যে ভাবে চেয়েছিলাম সে ভাবে আউট করতে পারিনি শানাকাকে। এই শতরান ওর প্রাপ্য ছিল। তাই আমি আবেদন প্রত্যাহার করে নিই।’’


সূত্রঃ স্পোর্টসজোন২৪