বিপিএলের সিইও নয় হলে বিসিবি সভাপতিই হতে চান সাকিব

ক্রিকেট দুনিয়া January 9, 2023 349
বিপিএলের সিইও নয় হলে বিসিবি সভাপতিই হতে চান সাকিব

বিপিএলের বিভিন্ন সমস্যার দিকে সম্প্রতি আলোকপাত করেন এই বাঁহাতি অলরাউন্ডার। সেই সঙ্গে এও বলেছিলেন, সিইও হিসেবে দায়িত্ব পেলে দুই মাসের মধ্যেই বিপিএলের সব অসংগতি দূর করে দেবেন এই ক্রিকেটার।


সাকিব আল হাসানের মন্তব্যের পরই বিভিন্ন মহলে বিষয়টি আলোচনার জন্ম দেয়। সাকিবের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে বিপিএলের সিইও হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। এমনকি সাকিব চাইলে আগামী বছর থেকেই বিপিএলের সিইও হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বলে জানিয়েছেন তিনি।


তবে সাকিব এবার এক প্রশ্নের জবাবে জানিয়েছেন সিইও কেন হলে বিসিবি সভাপতি হবেন। আজ (৮ জানুয়ারি) মিট উইথ সাকিব সিজন-২ নাম এক অনুষ্ঠানে আসেন সাকিব। সেখানে এক সাংবাদিক জিজ্ঞেস করেন তিনি বিপিএলের সিইও হবেন কি না। তখন জবাবে সাকিব বলেন, ‘সিইও কেন হলে তো বিসিবি সভাপতি হওয়াই ভালো।’


এর আগে গেল শুক্রবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে শেখ সোহেল বলেন, ”সাকিব আগ্রহ প্রকাশ করেছে, আমি প্রথমে সাকিবকে স্বাগত জানাই। ও (সাকিব) বিপিএলের সিইও হিসেবে আসতে চায়। ও আগ্রহ প্রকাশ করেছে। গভর্নিং কাউন্সিলে তাকে আসার জন্য স্বাগত জানাই। ও যদি চায় সামনের বছর এসে দায়িত্ব পালন করুক। বিপিএলে কাজ করুক, আমাদের সাহায্য করুক।’


বিপিএলের গভর্নিং কাউন্সিলে সাকিবকে স্বাগত জানানোর প্রসঙ্গে তিনি বলেন, ”অবশ্যই তাকে (সাকিব) স্বাগত জানাবো। এখন তো সে খেলোয়াড় হিসেবে আসতে পারবে না। সে সামনের বছর চলে আসুক।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪