ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি নবায়ন করতে ঢাকায় শ্রীধরন শ্রীরাম

ক্রিকেট দুনিয়া January 6, 2023 2,129
ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি নবায়ন করতে ঢাকায় শ্রীধরন শ্রীরাম

বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের সাথে চুক্তি নবায়ন করবে বিসিবি, এই খবর পুরোনো। অবশেষে ঢাকায় এসে আনুষ্ঠানিক চুক্তি সারলেন ভারতীয় এই কোচ৷


গত বছর এশিয়া কাপের আগে শ্রীরামকে নিয়োগ দেয় বিসিবি। মূলত চুক্তি ছিল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।


টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অবশ্য তার সাথে চুক্তি বাড়ানোর আগে সময় নিয়েছিল বিসিবি। পরে অবশ্য বিসিবি জানিয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে নিয়োগ দেওয়া হচ্ছে।


আজ বিপিএলের উদ্বোধনী দিনেই প্রেসিডেন্ট বক্সে দেখা গেছে শ্রীরামকে। আজ ঢাকায় পৌঁছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকে বসেন ভারতীয় এই কোচ।


জানা গেছে চুক্তি নবায়নের পাশাপাশি বিসিবির সাথে শ্রীরামের বৈঠকে উপস্থিত ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আগামীকালই বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে শ্রীরামের।


সূত্রঃ স্পোর্টসজোন২৪