শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর যা বললেন অধিনায়ক পান্ডিয়া

ক্রিকেট দুনিয়া January 6, 2023 524
শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর যা বললেন অধিনায়ক পান্ডিয়া

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ১৬ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এ জয়ে সিরিজে ১-১ সমতা আনলো লঙ্কানরা। পুনেতে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক শানাকার ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ২০৬ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৯০ রান করতে সক্ষম হয় স্বাগতিক ভারত।


আন্তর্জাতিক ক্রিকেটে নো বল করা অপরাধ। নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে আরশদীপকে। শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারের পর এভাবে কথাগুলো বললেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডে।


হার্দিক কিছুটা হলেও হারের দায় চাপিয়েছেন আরশদীপের ওপর। তিনি বলেছেন, আগেও আরশদীপ অনেক নো বল করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে নো বল একটা অপরাধ। সেটা ওকে বুঝতে হবে। নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে। তবেই ও ভাল বল করতে পারবে।


ম্যাচে ২ ওভারে পাঁচটি নো বল করেন আরশদীপ। তার মধ্যে নো বলের হ্যাটট্রিকও রয়েছে। এর জন্য একটি উইকেটও পাননি তিনি। তার এই খারাপ বোলিংয়ের খেসারত দিতে হয় ভারতীয় দলকে। আরশদীপ ভারতের প্রথম বোলার যিনি নো বলের হ্যাটট্রিক করলেন।


বোলিংয়ের সঙ্গে ব্যাটিংও খারাপ হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন হার্দিক। তিনি বলেছেন, বোলিংয়ের শুরুটা ভালো হয়নি আমাদের। ব্যাট হাতেও শুরুটা খারাপ হয়েছে। পাওয়ার প্লে-তে ভালো খেলতে পারিনি। তবে খেলায় একটা দিন ভালো-খারাপ হতেই পারে। আমরা নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব।


অবশ্য সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেলের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন হার্দিক। তাদের বিষয়ে হার্দিক বলেন, শেষ পর্যন্ত আমরা খেলায় ছিলাম। তার জন্য সূর্য, অক্ষরদের ধন্যবাদ। আশা করছি পরের ম্যাচে আমরা সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।


সূত্রঃ ঢাকা পোস্ট