বিপিএলের প্রথম ম্যাচ থেকেই খেলবেন তামিম ইকবাল

ক্রিকেট দুনিয়া January 3, 2023 469
বিপিএলের প্রথম ম্যাচ থেকেই খেলবেন তামিম ইকবাল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল দীর্ঘদিন ধরে রয়েছেন মাঠের বাইরে। সর্বশেষ জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিলেন তিনি। এরপর ইনজুরি এবং খেলা না থাকার কারণে জাতীয় দলে ফেরা হয়নি তামিমের।


সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজে খেলার কথা থাকলেও ইনজুরির কারণে শেষ মুহূর্তে ছিটকে গেছেন তিনি। কুঁচকির চোটে তামিম ইকবাল লম্বা সময়ের জন্যে ছিলেন মাঠের বাইরে। তবে মাঠে ফিরতে প্রস্তুত আছেন তামিম ইকবাল এমনটাই জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন।


বিপিএলের এবারের আসরে তামিম ইকবাল খেলবেন খুলনা টাইগার্সের হয়ে। এই দলে এবার তামিম কোচ হিসেবে পেয়েছেন খালেদ মাহমুদ সুজনকে। বাঁহাতি ওপেনারের মাঠে ফেরা নিয়ে সুখবরটা তিনিই দিয়েছেন। প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তামিমকে। মিরপুরে অনুশীলন শেষে খালেদ মাহমুদ বলেছেন,


“তামিম ভালোভাবে সেরে উঠছে। চম্পকাকে নিয়ে ব্যাংককে গেলো। এরপর একটা ইনজুরিতে ছিল। নেটে ব্যাটিং করেছে গত দুদিন। আমিও বলেছি ওকে একটু ধীর গতিতে এগোতে।


যেহেতু আমাদের খেলা ৭ জানুয়ারি। আজ মাত্র ৩ তারিখ। আমরা বুধবার একটা অনুশীলন ম্যাচ খেলবো। হয়তো তামিম ওখানে কিছুক্ষণ ব্যাটিং করবে। সে ফিট। খেলার জন্য প্রস্তুত।”


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট