শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে বুমরাহকে, যা ১০ জানুয়ারি থেকে শুরু হবে। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেট না খেলা এই পেসারকে এনসিএ ফিট ঘোষণা করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতের ওয়ানডে দলে যোগ করা হয়েছে জাসপ্রীত বুমরাহকে।
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, সুরিয়াকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, আক্সার প্যাটেল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, আর্শদ্বীপ সিং এবং জাসপ্রীত বুমরাহ।
সূত্রঃ ক্রিকেট৯৭