বিপিএলে কবে থেকে যোগ দিবেন আফ্রিদি ও রিজওয়ান?

ক্রিকেট দুনিয়া January 2, 2023 621
বিপিএলে কবে থেকে যোগ দিবেন আফ্রিদি ও রিজওয়ান?

বিপিএলে নিজেদের প্রথম ৩ ম্যাচে মোহাম্মদ রিজওয়ান ও শাহিনশাহ আফ্রিদিকে পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।


মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ চলায় কুমিল্লার হয়ে প্রথম ৩ ম্যাচে অনুপস্থিত থাকবেন পাকিস্তানের এই দুই তারকা ক্রিকেটার। সেক্ষেত্রে প্রথম ম্যাচের জন্য ব্রেন্ডন কিং, ফজল হক ফারুকি, মোহাম্মদ নবী, খুশদিল শাহ ও আমির জামালদের থাকার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে রোববার থেকে অনুশীলন শুরু করে দিয়েছে কুমিল্লা।


দেশীয় খেলোয়াড়দের নিয়ে নিজেদের প্রথম দিনের অনুশীলন করলেও বর্তমান দেশসেরা ব্যাটার লিটন কুমার দাস ছিলেন অনুপস্থিত। - স্পোর্টসজোন২৪