বিপিএল ২০২৩ এর প্রাইজমানি ঘোষণা করলো বিসিবি

ক্রিকেট দুনিয়া December 31, 2022 483
বিপিএল ২০২৩ এর প্রাইজমানি ঘোষণা করলো বিসিবি

বিপিএল প্রথমবারের মত ৪ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছে দেশের সর্ব্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (শনিবার) গণমাধ্যমের সাথে আলাপকালে এই তথ্য জানিয়েছেন বিসিবি’র পরিচালক ও বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক। তিনি জানান, এই ৪ কোটি টাকার মধ্যে ২ কোটি টাকা পাবেন বিজয়ী দল। ১ কোটি টাকা দেওয়া হবে রানার-আপ দলকে।


আগামী ৬ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নবম আসর। ওইদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটি। ৬ই জানুয়ারি শুরু হওয়া বিপিএলের পর্দা নামবে ১৬ই ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে। অন্য সব আসরের মতো এই আসরেও তিনটি ভেন্যুতে বিপিএল মাঠে গড়াবে।


রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মিলে মোট পাঁচ ভাগে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। লিগ পর্ব শেষে এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। প্রতিদিন হবে দুটি করে খেলা। শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়, আর রাতের ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সোয়া সাতটা থেকে। এছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে প্রথম ম্যাচ শুরু হবে বেলা ২টায়, আর রাতের ম্যাচ হবে বিকেল ৭টা থেকে।


সূত্রঃ বৈশাখী অনলাইন