শুরুর আগেই বড় একটি ধাক্কা খেলো বিপিএল৷ জানা গেছে আসন্ন সংস্করণে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ অনিশ্চিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, টুর্নামেন্টের শেষ দিকে হলেও লংকান তারকা ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা যায় কিনা সে চেষ্টা করছে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী শনিবার একটি সংবাদ মাধ্যমে জানান, “তারা (শ্রীলঙ্কার চুক্তিবদ্ধ এবং উদীয়মান খেলোয়াড়দের) এই মুহূর্তে এনওসি (অনাপত্তি সার্টিফিকেট) দিচ্ছে না কারণ তাদের কিছু পূর্ব পরিকল্পিত সময়সূচী এবং গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে।
তারা (এসএলসি) আমাদের জানার জন্য (পূর্ব-পরিকল্পিত সময়সূচী এবং টুর্নামেন্ট সম্পর্কে) বলেছে এবং গতকাল (শুক্রবার) আমরা এসএলসি সভাপতি এবং সিইওর সাথে কথা বলেছি এবং সেখান থেকে কীভাবে সর্বাধিক খেলোয়াড় পাওয়া যায় তা দেখার জন্য আমরা কাজ করছি।”
“লংকান ক্রিকেটারদের এনওসি পেতে কেনো দেরি হচ্ছে এটার জন্য আমরা যোগাযোগ করেছি । তারা (এসএলসি) বলে নি যে তাদের ক্রিকেটাররা বিপিএলে নেই। তারা তাদের খেলোয়াড়দের কীভাবে পাঠানো যায় তা নিয়ে কাজ করছে।” যোগ করেন তিনি।
সূত্রঃ স্পোর্টসজোন২৪