যেসব অত্যাধুনিক প্রযুক্তি থাকছে এবারের বিপিএলে

ক্রিকেট দুনিয়া December 30, 2022 595
যেসব অত্যাধুনিক প্রযুক্তি থাকছে এবারের বিপিএলে

বিপিএল ২০২৩ এ যুক্ত হচ্ছে আধুনিক সব প্রযুক্তি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হতে আর মাত্র সপ্তাহ বাকি। আগামী শুক্রবারেই দুপুরে পর্দা উঠবে বিপিএলের নবম আসর। বিপিএলের এবারের আসরে যুক্ত হচ্ছে সব প্রযুক্তি।


গত বছর বিপিএলে ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম না থাকাই ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেইসাথে গড়পত্তা ক্যামেরা দিয়ে সম্প্রচার করায় আরো বেশি সমালোচনার মুখে পড়েছিল বিসিবি।


তবে এবার সেই সব সমালোচনা থেকে বের হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে কারণে বিপিএলে সকল ধরনের প্রযুক্তি থাকবে বলে জানা গেছে। এবারের আসরের শুরু থেকেই থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস।


শুধু তাই নয় আলট্রা এজ, বল ট্র্যাকিং, আলট্রা মোশন ক্যামেরা, ড্রোন, স্টাম্প ক্যামেরা, জিং বেল সবকিছুই থাকবে বিপিএলে। সেই সাথে ক্যামেরার আনা হচ্ছে অনেক উন্নতি। জানা গেছে সম্প্রচারের কাজে ৩৫টি ক্যামেরা ব্যবহার করা হবে। জৌলুস বাড়াতে বিদেশি অনেক নামিদামি ধারাভাষ্যকারদের আনা হচ্ছে।


মাঠে ছাড়াও এ বাজারে বিপিএল সরাসরি দেখা যাবে নাগরিক টিভিতে। এছাড়াও অনলাইনে দারাজ অ্যাপের মাধ্যমে সবগুলো ম্যাচ দেখতে পারবেন দেশের মানুষেরা। বিপিএল নিয়ে আগামীকাল একটি বিশেষ বৈঠকে বসার কথা রয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের। ওই বৈঠক থেকেই আসবে সকল চূড়ান্ত সিদ্ধান্ত।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট