শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আলাদা করে দুই দল ঘোষণা করেছে ইন্ডিয়ান সিনিয়র সিলেকশন কমিটি। যেখানে ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা থাকলেও, টি-টোয়েন্টিতে দলের নেতৃত্বে থাকবেন হার্দিক পান্ডিয়া।
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এছাড়া দলে নেই ভিরাট কোহলি, লোকেশ রাহুলদের মতো তারকারা। এদিকে প্রথমবারের মত ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আইপিএল কাপনো দুই পেসার শিবাম মাভি ও মুকেশ কুমার।
এছাড়া টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন সূর্যকুমার যাদব। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে অবশ্য রয়েছেন পরিচিত সবাই। তবে ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি ওপেনার শিখর ধাওয়ানের।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড-
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল্ সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, সাঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, আক্সার প্যাটেল, আর্শদ্বীপ সিং, হারশাল প্যাটেল, উমরান মালিক, শিবাম মাভি, মুকেশ কুমার।
ভারতের ওয়ানডে স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, আক্সার প্যাটেল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও আর্শদ্বীপ সিং।
সূত্রঃ স্পোর্টসজোন২৪