আইপিএলের পুরো সময় খেলতে পারবেন না সাকিব-লিটনরা

ক্রিকেট দুনিয়া December 27, 2022 919
আইপিএলের পুরো সময় খেলতে পারবেন না সাকিব-লিটনরা

আইপিএলের পুরোটা সময় থাকতে পারবেন না বাংলাদেশের এই দুই তারকা। ২০২৩ সালে আইপিএল চলবে মধ্য মার্চ থেকে মে পর্যন্ত। প্রাথমিক সূচি অনুযায়ী, মোট ৬৮ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে ৭৪টি। বাংলাদেশের ক্রিকেটাররা শুরুর দিকে এবং শেষ দিকে থাকতে পারবেন না। মাঝে ২৪ দিনের জন্য তারা পাবেন অনাপত্তিপত্র (এনওসি)।


বিসিবি থেকে আয়োজকদের জানানো হয়েছে, বাংলাদেশর ক্রিকেটারদের পাওয়া যাবে স্বল্প সময়ের জন্য। কারণ জাতীয় দলের ওই সময়ে খেলা থাকবে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইংল্যান্ড আসবে তিনটা ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে। মার্চে আয়ারল্যান্ড আসবে এক টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে।


ফিরতি সফরে এপ্রিলের শেষ দিকে বাংলাদেশ আয়ারল্যান্ডে যাবে তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি খেলতে। বিসিবি থেকে বিসিসিআইকে পাঠানো ইমেইলে জানানো হয়েছে, ‘আইপিএলে আয়ারল্যান্ড সিরিজে নির্বাচিত খেলোয়াড়রা ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত উন্মুক্ত থাকবে।’


মূলত আয়ারল্যান্ড সিরিজের জন্যই সাকিব, লিটনকে আইপিএলের পুরোটা সময় পাওয়া যাবে না। মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে ব্যাপারটা আবার ভিন্ন। দিল্লি ক্যাপিটালস বাংলাদেশের পেসারকে রিটেইন করেছে। তার টেস্টে খেলার সম্ভাবনা একেবারেই নেই। ফলে সাকিব-লিটনের চেয়ে কিছুটা সময় তাকে বেশি পাওয়া যাবে।


লিটন ও সাকিবকে এবার ভিত্তিমূল্যে পেয়েছে কলকাতা। লিটনকে ৫০ লাখ রুপিতে এবং সাকিবকে দেড় কোটি রুপিতে দলে পায় আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। কলকাতার হয়ে সাকিবের পারফরম্যান্স বেশি উজ্জ্বল। ৫৭ ম্যাচে তার উইকেট ৪৮টি। রান করেছেন ৫৯০, ফিফটি দুইটি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪