প্রথমবারের মতো আইপিএলে দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান লিটন দাস। ভারতের কোচিতে অনুষ্ঠিত ক্রিকেটারদের নিলামে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দল পেয়েছেন তিনি।
এছাড়াও কলকাতা দলে নিয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানকে। লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। আর সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে কলকাতার হয়ে খেলবেন লিটন।
তবে কলকাতায় চূড়ান্ত একাদশে কি সুযোগ পাবেন সাকিব আল হাসান এবং লিটন দাসের প্রশ্ন এখন জেগেছে ভক্তদের মাঝে? মূলত দ্বিতীয় ডাকে সাকিব এবং লিটনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
কলকাতায় সেরা একাদশে সুযোগ পেতে হলে সাকিবকে লড়াই করতে হবে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিসের সাথে। ৪ বিদেশি ক্রিকেটারের মধ্যে আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের একাদশে থাকা এক প্রকার নিশ্চিত। অন্যদিকে লকি ফার্গুসন এবং টিম সাউদির মধ্যে থাকবে যেকোনো একজন।
তবে একাদশে যদি একজন বাড়তি স্পিনার খেলা খেলাতে চাই কলকাতা সেক্ষেত্রে একাদশের সুযোগ পেতে পারেন সাকিব আল হাসান। জানা গেছে এবারের আইপিএলে প্রতিটি উইকেট হবে স্পোর্টিং। তাই একাদশে তিনজন স্পিনার খেলাতে চাইবে না দলগুলি। তাই সাকিবের থেকে একাদশের সুযোগ পাওয়ার ব্যাপারে ডেভিড ভিসের সম্ভাবনা বেশি।
তবে সেখানেও আবার কিন্তু রয়েছে। দিল্লি ক্যাপিটালস এর কাছ থেকে এবার শার্দুল ঠাকুরকে দলে দিয়েছে কলকাতা। ভারতের বর্তমান সময়ের সেরা অলরাউন্ডারকে তাই সাইড বেঞ্চে বসিয়ে রাখতে চাইবেনা কলকাতা। সেক্ষেত্রে পাঁচজন ফার্স্ট বোলার একাদশে রাখতে চাইবে না কলকাতা।
যে কারণে ডেভিড ভিসের ও একাদশে থাকার সম্ভাবনা খুবই কম। তাই চতুর্থ বিদেশী ক্রিকেটার হিসাবে কলকাতার একাদশে দেখা যেতে পারে একজন বাড়তি স্পিনারকে। সেক্ষেত্রে একাদশে সুযোগ পেতে পারেন সাকিব আল হাসান।
কলকাতা নাইট রাইডার্স চূড়ান্ত স্কোয়াড ; শ্রেয়াস আইয়ার, সুনীল নারিন, নিতিশ রানা, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেস আইয়ার, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রহমানউল্লাহ গুরবাজ, রিঙ্কু সিং, নারায়ন জগদেশান, ভৈবব অরোরা, ডেভিড ভিসে, কুলওয়ান্ত খেজরালিয়া, মানদীপ সিং, লিটন দাস, সাকিব আল হাসান।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট