মিরপুর টেস্ট শেষ হওয়ার দিনই বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দলের কোচিং প্যানেলে পরিবর্তন আসতে পারে। এবার সেটি স্বীকার করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তবে কী ধরনের পরিবর্তন আসবে, সেটি পরিষ্কার করেননি তিনিও।
রোববার জালাল ইউনুস বলেছিলেন, 'আমার মনে হয় শিগগির আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন। দেখা যাক। আমরা চেষ্টা করছি।’
পাপনও স্বীকার করেছেন, জাতীয় দলের কোচিং প্যানেলে রদবদলের চিন্তা ভাবনা আছে তাদের। তবে তারা ব্যক্তির পরিবর্তনের চেয়ে জাতীয় দলের কোচিং প্যানেলের কার্যক্রমে গতির সঞ্চার করতে চান।
জালাল ইউনুস আরও বলেছিলেন, 'আমরা একটা শক্তিশালী দল চাই। কোয়ালিটি ক্রিকেট খেলতে হবে, হাইলি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে। এমন নয় যে খেলছি খেলার মতো, নিচের সারির দলের সাথে জিতে খুশি হচ্ছি, এমন না। আজ যেমন ভারতের সাথে, খুব ক্লোজ ম্যাচ ছিল। তাই আমাদের এমন কোচ দরকার, টিমের ওপর ইমপ্যাক্ট থাকে, টিমের মধ্যে তার প্রভাব থাকবে।’
তার এমন কথা শুনে মনে হয়েছিল, হেড কোচের পদেই আরও বেশি প্রভাব রাখতে পারা কাউকে চাইছে বিসিবি। তবে নাজমুল হাসান পাপন সোমবার পরিষ্কার করলেন, ডোমিঙ্গোকে বদলানোর চিন্তা আপাতত তাদের নেই।
হেড কোচ পদে কোনো পরিবর্তন আসবে কিনা? এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, 'রাসেল ডোমিঙ্গোকে আপাতত বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বিসিবির। হেড কোচ ডোমিঙ্গোর পাল্লা ভারি।'
সূত্রঃ জাগো নিউজ