আগামী ৬ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স এর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের নবম আসর। তবে এখনো বিদেশে তারকা ক্রিকেটারদেরকে দলে দিতে ব্যস্ত রয়েছে বিপিএলের দুটি ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ইতোমধ্যেই দলগুলো নিজেদের গুছিয়ে নিয়েছে, সাজিয়ে নিয়েছে স্কোয়াড। প্রতিটি দলে ভালোমানের বিদেশী ক্রিকেটার নিশ্চিত করতে ড্রাফটের বাহিরে একাধিক ক্রিকেটার কেনার সুযোগ রেখেছে বিসিবি।
একই সময়ে একাধিক ফ্রাঞ্চাইজি লিগ চলায় বিপিএলে বিদেশী ক্রিকেটার সরাসরি সাইনিংয়ে কোনো পরিমাণ রাখেনি বিসিবি। ফলে ড্রাফটের আগেই একাধিক বিদেশী ক্রিকেটার নিশ্চিত করে ফেলে ফ্রাঞ্চাইজিগুলো।
প্লেয়ার ড্রাফটের পরেও চলছে অনেক ফ্রাঞ্চাউজির প্লেয়ার সংযোজন। যেখানে বড় চমক দেখাচ্ছে রংপুর রাইডার্স। আফগান লেগ স্পিনার মুজিবুর রহমান ও লঙ্কান অফ স্পিনার মাহেশ থিকসানাকে অন্তর্ভুক্ত করেছে দলটি। মূলত বিপিএলের নক আউট পর্বের জন্য এই দুই স্পিনারকে দলভুক্ত করেছে রংপুর রাইডার্স।
এছাড়াও পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খানও ফিরছেন বিপিএলে। তিনবারের শিরোপাজয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতেই শাদাব খানকে দেখা যাবে। এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আফগান তারকা দরবেশ রাসুলীকে দলে ভিড়িয়েছে।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট