গতকাল (২৩ ডিসেম্বর) কোচিতে হয়ে যাওয়া আইপিএলের মিনি নিলামে যেমন রেকর্ড গড়া মূল্যে বিক্রি হয়েছেন স্যাম কারেন, ক্যামেরুন গ্রিনরা।
এবারের তো বটেই, আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটারের নাম এখন স্যাম কারেন। ইংল্যান্ডের তরুণ এই অলরাউন্ডারকে ১৮ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি খরচ করে দলে টানে পাঞ্জাব কিংস।
স্যাম কারেনের খুব কাছাকাছি গিয়েছিলেন অস্ট্রেলিয়ার উঠতি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। দীর্ঘকায় এই অলরাউন্ডারকে পেতে ১৭ কোটি ৫০ লাখ রুপি খরচ করতে হয় মুম্বাই ইন্ডিয়ান্সকে। ক্যামেরুন গ্রিন আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামে দল পাওয়া ক্রিকেটার, মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য সর্বোচ্চ।
এর আগে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি হয়ে সর্বোচ্চ দামে দল পাওয়া ক্রিকেটার ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস। তার সমান মূল্য পেয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউডার বেন স্টোকস। তাকে এই দামে কিনে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে চেন্নাই সুপার কিংস।
কম যায়নি লখনৌ সুপার জায়ান্টস। ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরানকে পেতে তারা খরচ করে ১৬ কোটি রুপি।
প্রথমবার আইপিএলে দল পাওয়া হ্যারি ব্রুক বাজিমাত করেছেন। এই ইংলিশ টপ অর্ডার ব্যাটারকে দলে নিতে ১৩ কোটি ২৫ লাখ রুপি খরচ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
স্যাম কারেন, ক্যামেরুন গ্রিন, বেন স্টোকস, নিকোলাস পুরান ও হ্যারি ব্রুক ছাড়া আর কেউই ১০ কোটির বেশি মূল্য পাননি। ৮ কোটি ২৫ লক্ষ রুপিতে সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরের অংশ হয়েছেন মায়াঙ্ক আগারওয়াল।
শিবাম মাভিকে পেতে ৬ কোটি রুপি খরচ করেছে গুজরাট টাইটান্স। জেসন হোল্ডার ৫ কোটি ৭৫ লাখ রুপিতে গেছেন রাজস্থান রয়্যালসে।
এছাড়া আনকোরা মুকেশ কুমারকে পেতে ৫ কোটি ৫০ লাখ রুপি খরচ করেছে দিল্লি ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার হেইনরিখ ক্লাসেন ৫ কোটি ২৫ লাখ রুপিতে গেছেন সানরাইজার্স হায়দ্রাবাদে।
সূত্রঃ ক্রিকেট৯৭