লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) তৃতীয় বারের মতো শিরোপা জিতলো জাফনা কিংস। যদিও প্রথম আসরে তাদের নাম ছিল জাফনা স্ট্যালিয়ন্স। এবার বাংলাদেশের ক্রিকেটার আফিফ হোসেন খেলেছেন জাফনার হয়ে।
কলম্বোতে এদিন কলম্বো স্টারকে জাফনা ২ উইকেটে হারিয়েছে। প্রথম ব্যাট করে কলম্বো ৫ উইকেটে ১৬৩ রান করে। চান্দিলাম ৪৯ আর রবি বোপরা ৪৭ রান করেন।
জবাবে আভিস্কা ফার্নান্ডোর ৫০ আর গুরবাজের ৩৬ রানের পর সামারাবিক্রমার ৪৪ রানে ৪ বল বাকি থাকতেই ২ উইকেটের জয় পায় জাফনা। আফিফ মাত্র ৩ রান করে আউট হন।
আভিস্কা ফার্নান্ডো ম্যাচ সেরা আর সাদেরা সামারাবিক্রমা প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। আফিফ নিজের প্রথম ম্যাচেই মাত্র ৩০ বলে হাফসেঞ্চুরি করেন।
সূত্রঃ স্পোর্টসজোন২৪