লিটন দাসের পর আইপিএলে দল পেলেন সাকিবও

ক্রিকেট দুনিয়া December 23, 2022 768
লিটন দাসের পর আইপিএলে দল পেলেন সাকিবও

বিকেল ৩টায় কোচিতে এবারের আইপিএলের নিলাম শুরু হয়েছে। যেখানে বাংলাদেশীদের মধ্যে দল পেয়েছেন লিটন দাস ও সাকিব আল হাসান। বেস প্রাইস দেড় কোটিতে সাকিবকে নিয়েছে নাইটরা। লিটনকে বেস প্রাইজ ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।


নিলামে অলরাউন্ডার ক্যাটাগরিতে প্রথম সেটেই উঠে সাকিব আল হাসানের নাম। সাকিবের ভিত্তি মূল্য ছিল দেড় কোটি রুপি। তখন তাকে দলে নেয়নি কোন দল। তবে দ্বিতীয়বার নাম উঠলে তাকে দলে নেয় কলকাতা। আবারও নিজের পুরনো ঠিকানায় ফিরলেন সাকিব। তবে দল পাননি তাসকিন।


উইকেটকিপার ক্যাটাগরিতে প্রথম সেটে নাম উঠে লিটন দাসের। উইকেটকিপার সেট ১ এর ২ নম্বরে লিটন (টম ব্যান্টনের পর)। প্রথমবার দল পায়নি তিনি। তবে দ্বিতীয়বার তাকে তলে নেয় কলকাতা।


এবারের আইপিএলের নিলামে নাম উঠবে ৪০৫ ক্রিকেটারের। এর মধ্যে ভারতীয় ২৭৩ জন এবং বাকি ১৩২ ক্রিকেটারই বিদেশি। ১৩২ জনের মধ্যে দল পাবেন ৩০ জন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪