এবারও আইপিএলের নিলামে কেউ কিনলো না সাকিবকে

ক্রিকেট দুনিয়া December 23, 2022 2,506
এবারও আইপিএলের নিলামে কেউ কিনলো না সাকিবকে

চলছে আইপিএলের মিনি নিলাম। যেখানে অলরাউন্ডার ক্যাটাগরির প্রথম সেটে সবার আগে নাম উঠে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে এই বাঁহাতি অলরাউন্ডারকে কেউ কিনেনি। নিলামের প্রথম ধাপে অবিক্রিত থেকে গেছেন এই তারকা।


গেল আসরেও নিলামে অবিক্রিত থেকে গেছেন সাকিব। এবারও তাঁকে দলে নিলো না। কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ ছিল না এই তারকা ক্রিকেটারকে নিয়ে। নিলাম পরিচালনাকারী বেশ কয়েকবার সাকিবের নাম নিলেও, সবাই নিশ্চুপ ছিল।


যার ফলে প্রথম ডাকে দল পাওয়া হলো না সাকিবের। তবে আবারও ডাকা হতে পারে সাকিবের নাম। কিন্তু এর জন্য নিলামের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখার পালা সেই সময় এই বাঁহাতি তারকাকে কেউ দলে নেন কিনা।


এর আগে সাকিব দুটি দলের হয়ে আইপিএল খেলেছেন। যার একটি হলো কলকাতা নাইট রাইডার্স। আর অপরটি হলো সানরাইজার্স হায়দ্রাবাদ। এই দুই দলের কেউই আগ্রহ দেখায়নি। যার ফলে টানা দ্বিতীয়বার আইপিএল না খেলার সম্ভাবনা বাড়লো সাকিবের।


সূত্রঃ অনলাইন