এলপিএলের ফাইনালে উঠেছে আফিফ হোসেনের দল জাফনা কিংস। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইয়ারে তার দল হারিয়েছে ক্যান্ডি ফালকন্সকে।
ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ক্যান্ডি ফ্যালকনসকে ২৪ রানে হারায় জাফনা। শুক্রবার (২৩ ডিসেম্বর) ফাইনালে খেলতে নামবে জাফনা।
আজ বুধবার প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করে ক্যান্ডি। জবাবে ব্যাট করতে নেমে ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান করে জাফনা। পরে বৃষ্টির কারণে ম্যাচ আর মাঠে গড়ায়নি। তাতে পরে ব্যাট করেও ২৪ রানে জিতে আফিফদের দল।
ক্যান্ডির হয়ে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন পাথুম নিসাঙ্কা। ৩১ বলে তার ব্যাট থেকে আসে ৩৫ রান। কামিন্দু মেন্ডিস করেন ২৬ রান। এছাড়া বাকিদের মধ্যে নাজিবউল্লাহ জাদরান ২২, চামিকা করুনারত্নে ১৪ ও কার্লোস ব্রাথওয়েট ১২ রান করেন। জাফনার হয়ে ভিজয়াকান্ত ৩টি, মহেশ থিকশানা ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান থিসারা পেরেরা, ফার্নান্দো ও জামান খান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগান ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজ ব্যক্তিগত ১০ রানে আউট হলে ক্রিজে আসেন আফিফ হোসেন। বাংলাদেশের এই ক্রিকেটার ৯ বলে ১৪ রান করে করুনারত্নের শিকার হন তিনি।
আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দো করেন ২১ রান। বাকিদের মধ্যে সাদেরা ১৫ ও দুনিত ভালেগে ১৯ রান করেন। ক্যান্ডির হয়ে ব্রাথওয়েট ২টি ও করুনারত্নে একটি উইকেট নেন।
আফিফ বড় কিছু করতে না পারলেও বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে উঠে গেল তার দল জাফনা কিংস। টুর্নামেন্টের তৃতীয় আসরে প্রথম দল হিসেবে ফাইনালের টিকেট পায় তারা।
উল্লেখ্য গত রোববার নিজের প্রথম ম্যাচে গল গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ৩৫ বলে ৫৪ রান করেন বাংলাদেশের এই তরুণ ব্যাটসম্যান। সেদিন তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
সূত্রঃ স্পোর্টসজোন২৪