লিটন-মিরাজ-সোহান ভবিষ্যৎ অধিনায়ক : বিসিবি

ক্রিকেট দুনিয়া December 21, 2022 512
লিটন-মিরাজ-সোহান ভবিষ্যৎ অধিনায়ক : বিসিবি

ওয়ানডের দায়িত্ব তামিমের হাতে, টেস্ট এবং টি-টোয়েন্টির নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। দুজনেরই বয়স হয়ে গেছে। তামিম তো ইনজুরির কারণে ভারত সিরিজ মিস করলেন। তার জায়গায় দায়িত্ব পেয়েই সিরিজ জিতলেন লিটন দাস। দেশের ক্রিকেটাঙ্গনে প্রশ্ন আছে, দুই সিনিয়রের নেতৃত্ব নিয়ে বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা কী? ভবিষ্যৎ নেতৃত্বই বা কতটা প্রস্তুত?


বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকইনফোকে বলেছেন, ‘আমরা সাকিব এবং তামিমকে দিয়ে চালিয়ে যাব। আমরা এখনো ঘোষণা করিনি বটে, তবে তামিমকে আমাদের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছি। সে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যাবে।


লিটন তো ওয়ানডেতে (অধিনায়ক হিসেবে) ভালো করেছে। টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে সাকিবের অনুপস্থিতিতে দায়িত্ব নিতে পারবে। এ ছাড়া মিরাজও ভবিষ্যৎ অধিনায়ক। সোহানকে নিয়েও আমরা চেষ্টা করছি। নতুন ছেলেরা এখন দায়িত্ব নিতে পারে।’


ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে জালাল ইউনুস যাদের নাম বলেছেন, তাদের মাঝে নুরুল হাসান সোহানের পারফরম্যান্সটাই প্রশ্নবিদ্ধ। ব্যাটিংয়ের পাশাপাশি গ্লাভস হাতেও তার সময় খারাপ যাচ্ছে। এ ছাড়া লিটন কুমার দাস এই মুহূর্তে দেশের সেরা ব্যাটার।


যদিও ভারত সিরিজে এখনো তেমন কিছু করতে পারেননি। অন্যদিকে ভারতের বিপক্ষেই দারুণ সেঞ্চুরি করেছেন মেহেদি মিরাজ। সেই সঙ্গে অফ স্পিনটাও ভালো পারেন। লিটন-মিরাজ দুজনই এখন দলের সেরা রান স্কোরার।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন