কোচ হয়ে বাংলাদেশে আসছেন লঙ্কান কিংবদন্তি চামিন্দা ভাস

ক্রিকেট দুনিয়া December 16, 2022 1,811
কোচ হয়ে বাংলাদেশে আসছেন লঙ্কান কিংবদন্তি চামিন্দা ভাস

কিংবদন্তি বোলার চামিন্দা ভাস এবার আসছেন বাংলাদেশে, কোচ হিসেবে৷ ৪৮ বছর বয়সী এই লঙ্কান তারকাকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে বিপিএল ফ্রাঞ্চাইজি ঢাকা ডমিনেটরস৷


২০০৯ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা চামিন্দা ভাস শ্রীলঙ্কার পক্ষে ১১১ টেস্ট, ৩২২ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি খেলেছেন। উইকেট পেয়েছেন যথাক্রমে ৩৫৫, ৪০০ ও ৬ টি।


খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে মন দিয়েছেন এই বাঁহাতি সিমার। লঙ্কান এই সাবেক পেসারের বাংলাদেশে আসার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে ঢাকা ডমিনেটরস কতৃপক্ষ।


সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখেছে, ‘লঙ্কান কিংবদন্তি চামিন্দা ভাস এবারের বিপিএলে ঢাকা ডমিনেটরসের প্রধান কোচ।’


আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিন ভেন্যুতে শিরোপার জন্য লড়বে দলগুলো। প্রতিটি দলেই এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪