পিএসএলের প্লেয়ার ড্রাফটে ২৮ বাংলাদেশি ক্রিকেটার

ক্রিকেট দুনিয়া December 13, 2022 772
পিএসএলের প্লেয়ার ড্রাফটে ২৮ বাংলাদেশি ক্রিকেটার

পিএসএলে প্লেয়ার ড্রাফট আগামী ১৫ ডিসেম্বর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। এই আসরে খেলার জন্য বাংলাদেশের ২৮ ক্রিকেটার নিবন্ধন করেছেন। এবারের পিএসএলের সর্বোচ্চ প্লাটিনামে ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান।


এদিকে গোল্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ৬ জন ক্রিকেটার। যেখানে লিটন দাসের সঙ্গে রয়েছেন এবাদত হোসেন চৌধুরি, ইমরুল কায়েস, খালেদ আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং মুনিম শাহরিয়ার।


আর সবচেয়ে বেশি ১৮ জন ক্রিকেটার আছেন সিলভার ক্যাটাগরিতে। এই তালিকায় আছেন আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, এনামুল হক বিজয়, মৃত্যুঞ্জয় চৌধুরির মতো ক্রিকেটাররা।


এক নজরে পিএসএল ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের তালিকা-


প্লাটিনাম ক্যাটাগরি:

সাকিব আল হাসান


গোল্ড ক্যাটাগরি:

এবাদত হোসেন চৌধুরি, ইমরুল কায়েস, খালেদ আহমেদ, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, মুনিম শাহরিয়ার।


সিলভার ক্যাটাগরি:

আবু সায়েম, আফিফ হোসেন, অভিষেক মিত্র, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সৌম্য সরকার, জুবায়ের হোসেন লিখন, জুনায়েদ সিদ্দিকী, নাদিফ চৌধুরি, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, মৃত্যুঞ্জয় চৌধুরি, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ, রুয়েল মিয়া।


সূত্রঃ স্পোর্টসজোন২৪