বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করলো ভারত

ক্রিকেট দুনিয়া December 12, 2022 345
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করলো ভারত

ভারতীয় মিডিয়া আগেই জানায়, ইনজুরি আক্রান্ত মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজার বদলের উনারকাট ও সৌরভকে নেওয়া হবে। ভারতীয় দলে এই দুজনের সঙ্গে সাইনিকেও ডাকলো নির্বাচকরা। ৩০ বছর বয়সী পেসার এক বছরেরও বেশি সময় ধরে ভারতের জার্সি পরেননি। গত বছর অস্ট্রেলিয়ায় শেষ টেস্ট খেলেন তিনি।


নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা টেস্ট সিরিজে অনিশ্চিত। দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পান তিনি। মুম্বাই গেছেন চিকিৎসক দেখাতে। তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। প্রথম টেস্ট ম্যাচে দেখা যাবে না তাকে। তাতে ঈশ্বরনকে যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সম্প্রতি তিনি দুটি সেঞ্চুরি করেন। আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রামে শুরু হবে দুই টেস্টের প্রথমটি।


ভারতের সংশোধিত স্কোয়াড: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা (সহঅধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটকিপার), শিখর ভারত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ঈশ্বরন, নবদীপ সাইনি, সৌরভ কুমার, জয়দেব উনারকাট।


সূত্রঃ রাইজিংবিডি