হারের জেরে রোহিত, কোহলিদের তলব করলো বিসিসিআই

ক্রিকেট দুনিয়া December 8, 2022 375
হারের জেরে রোহিত, কোহলিদের তলব করলো বিসিসিআই

পর পর দু’টি এক দিনের ম্যাচে হেরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ় খুইয়েছে ভারত। দলের এই হারের পরে আবার তড়িঘড়ি বৈঠকের ডেকেছে বিসিসিআই।


ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণকে তলব করেছে বোর্ড। বাংলাদেশ থেকে ফেরার পরে তাঁদের সঙ্গে কথা বলবে বিসিসিআই।


টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পরেও একটি বৈঠক ডেকেছিল বিসিসিআই। রোহিত-দ্রাবিড়দের সেখানেও তলব করা হয়েছিল। কিন্তু বোর্ডের কয়েক জন আধিকারিক ব্যস্ত থাকায় সে সময় বৈঠক হয়নি।


তবে মিরপুরে বাংলাদেশের কাছে ভারতের পর পর দু’ম্যাচে হারের পরে দলের সঙ্গে কথা বলা জরুরি হয়ে পড়েছে। সামনের বছর ভারতে এক দিনের বিশ্বকাপ। তার আগে দলের এমন খেলায় আতঙ্কিত বোর্ড কর্তারা।


সূত্রঃ আনন্দবাজার অনলাইন