আঙুলে সেলাই ও ইনজেকশন নিয়ে ব্যাটিংয়ে নামেন রোহিত

ক্রিকেট দুনিয়া December 8, 2022 908
আঙুলে সেলাই ও ইনজেকশন নিয়ে ব্যাটিংয়ে নামেন রোহিত

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারায় বাংলাদেশ। শুরুতে পাওয়া আঙুলের চোটে ইনিংস সূচনা করতে পারেননি রোহিত। শেষ দিকে ৩ চার ও ৫ ছয়ে স্রেফ ২৮ বলে ৫১ রানের ইনিংসে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান তিনি।


ম্যাচের দ্বিতীয় ওভারেই এনামুল হকের ক্যাচ নিতে গিয়ে রোহিতের বাঁহাতের বুড়ো আঙুলের হাড় নড়ে যায়। মাঠ ছেড়ে যান তখনই, হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয় আঙুলে। সেখান থেকে ফেরেন আঙুলে সেলাই নিয়ে। তবু দলের প্রয়োজনে নামেন ব্যাটিংয়ে। এর আগে নিতে হয় ইনজেকশন।


ম্যাচ না জিতলেও সাহসী ব্যাটিংয়ে দলের জন্য খেলার উদাহরণ তৈরি করা রোহিতকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুর্নিশ জানান ভারতের প্রধান কোচ।


“এরকম সাহসিকতা দেখানোর ব্যাপারটি ছিল অসাধারণ। তার আঙুলে গুরুতরভাবে নড়ে গিয়েছিল। হাসপাতালে গিয়ে সেটি ঠিক করতে হয়েছে, হাতে সেলাই দিতে হয়েছে। তারপর কয়েকটি ইনজেকশন নিয়ে পরে ব্যাটিংয়ে নেমেছে।”


“পুরো কৃতিত্ব রোহিতের। সে মাঠে নামতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল এবং দেখতে চাচ্ছিল কী হয়, সুযোগটা নিতে চাচ্ছিল। সে আমাদের যেভাবে কাছাকাছি নিয়ে গেল, দুর্দান্ত। অধিনায়কের ব্যাট থেকে এটি ছিল অসাধারণ এক ইনিংস। ওই অবস্থায় মাঠে নামার দারুণ সাহসিকতা দেখিয়েছে এবং আমাদের সম্ভাবনা তৈরি করেছে। দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি।”


সূত্রঃ বিডিনিউজ২৪