সিরিজ হারের পর যা বললেন কোচ রাহুল দ্রাবিড়

ক্রিকেট দুনিয়া December 8, 2022 15,022
সিরিজ হারের পর যা বললেন কোচ রাহুল দ্রাবিড়

সিরিজ হারের কোনো ঠুনকো অজুহাত না দাঁড় করিয়ে বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন রাহুল দ্রাবিড়। মেহেদি হাসান মিরাজের প্রশংসাও করলেন। পাশাপাশি রিয়াদকেও ক্রেডিট দিলেন।


বুধবারের খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাহুল দ্রাবিড়। তিনি বলেন, ‘আমাদেরও সুযোগ ছিল। কোনো সন্দেহ নেই কয়েকবার আমাদের সামনে সুযোগ এসেছিল। তবে আমি কৃতিত্ব দেব বাংলাদেশ দলকে। বিশেষ করে মেহেদি হাসান এ সিরিজে দুর্দান্ত খেলেছে।


গত ৪ ডিসেম্বর ও আজকের ম্যাচের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যদিও পরিবেশ ও পরিস্তিতি ছিল সম্পূর্ণ ভিন্ন ও বিপরতিমুখি। তারপরও মেহেদী হাসান মিরাজ অসাধারণ ব্যাটিং করেছে। আজ মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে তার জুটিটাও দারুণ কাজে দিয়েছে। ’


আজকের ম্যাচ ও সিরিজ হারের কারণ খুঁজতে গিয়ে মিরাজের ব্যাটিংয়ের প্রশংসায় ভারতীয় হেড কোচ বলেন, ‘শেষ ১০ ওভারে তারা (বাংলাদেশ) ১০০ রান তুলেছে। আর তাতেই আমাদের সর্বনাশ হয়েছে। আমি অবশ্যই বাংলাদেশকে কৃতিত্ব দেব। তারা ভাল খেলেছে এবং সত্যিকার ফলই পেয়েছে। ’


সূত্রঃ স্পোর্টসজোন২৪