ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে সিরিজ হার। এমন মুহূর্তে ভারতীয় দল শুনল আরও এক দুঃসংবাদ। যেটি হবারই কথা ছিল। হেড কোচ রাহুল দ্রাবিড় নিশ্চিত করেছেন, রোহিত শর্মা বাংলাদেশের বিপক্ষে শেষ ওডিআই মিস করবেন।
ম্যাচে ফিল্ডিং করার সময় বুড়ো আঙুলে চোট পান রোহিত শর্মা। ভারতীয় দলের চিকিৎসকদের পরামর্শে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে হাসপাতাল থেকে ফিরে দলের প্রয়োজনে নেমে যান ব্যান্ডেজ আঙুল নিয়ে ব্যাটিংয়ে।
অতিমানবীয় এক ইনিংস খেলেও রোহিত দলকে জেতাতে পারেননি।ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় নিশ্চিত করেছেন অধিনায়ক রোহিতের ছিটকে যাওয়ার বিষয়টি।
সূত্রঃ ক্রিকেট৯৭