বল গায়ে লাগলেও আউট হবো না, মিরাজকে মোস্তাফিজ

ক্রিকেট দুনিয়া December 4, 2022 2,920
বল গায়ে লাগলেও আউট হবো না, মিরাজকে মোস্তাফিজ

তখন বাইরেই কেউ বিশ্বাসই করেনি বাংলাদেশ এই ম্যাচে জিতবে। গ্যালারির আসন তখন ফাঁকা হচ্ছিল। আত্মবিশ্বাসী ছিলেন শুধু মেহেদি হাসান মিরাজ এবং মোস্তাফিজ-আর তাতেই আসে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় জয়।


কথায় আছে, ‘বিশ্বাসে মেলায় বস্তু’। বন্ধু মিরাজ-মোস্তাফিজ কথার প্রমাণ দিয়েছেন হাতেনাতে, চোখে আঙুল দিয়ে। ১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ১৩৬ রানে হারায় নবম উইকেট। মোস্তাফিজ যখন মাঠে ঢুকছিলেন তখন মিরাজ এগিয়ে এসে তাকে নিয়ে যান। এ সময় দুজন নিজেদের পরিকল্পনাও সাজিয়ে নেন। আর এর পরের গল্প শুধু ইতিহাস।


কি কথা হয়েছিল তাদের মধ্যে? ১ উইকেটে ভারতবধের পর মিরাজ শোনালেন সেই গল্প, ‘মোস্তাফিজ আমার ভালো বন্ধু, ও খুব ভালো সাপোর্ট দিয়েছে। ওর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে ও খুব আত্মবিশ্বাসী ছিল।


ও আমায় একটা কথা বার বার বলছিল আমাকে নিয়ে চিন্তা করার কিছু নেই, আমি ঠিক (আছি), আমি আউট হব না। যদি গায়েও বল লাগে সমস্যা নাই, আউট হব না। ওর এই আত্মবিশ্বাস আমার খুব ভালো লেগেছে এবং আমার আত্মবিশ্বাস বেড়েছে ওটা দেখে।’


সূত্রঃ রাইজিংবিডি