অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর যা বললেন লিওনেল মেসি

ক্রিকেট দুনিয়া December 4, 2022 662
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর যা বললেন লিওনেল মেসি

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে আরও একটি গোল করলেন মেসি। তার গোলেই অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙে আর্জেন্টিনা। বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। মেসি ছাড়াও আর্জেন্টিনার হয়ে আর একটি গোল করলেন জুলিয়ান আলভারেজ।


ম্যাচ শেষে অধিনায়ক লিওনেল মেসি বলেন, ‘এটা শক্ত এবং কঠিন একটা ম্যাচ ছিল। আমরা সেদিনই ( বৃহস্পতিবার) খেলেছি এবং বিশ্রাম নেওয়ার সুযোগ পাইনি। আমরা জানতাম এটি কসরতের (ফিজিক্যাল) খেলা হতে যাচ্ছে ‘


মেসি বলেন, ভাগ্যবশত আমরা দ্বিতীয় গোলটি পেয়ে যাই। আমাদের একটি গোল ছিল এবং এরপর দুটি গোল হয়ে যায়। এরপর আমরা বাধার মধ্যে পড়ি। কিন্তু এটা বিশ্বকাপ এবং এখানে গুরুত্বপূর্ণ বিজয়ী হওয়া।


আর্জেন্টিনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, আমরা আরেকটি লক্ষ্য অর্জন করেছি। অস্ট্রেলিয়াকে মেসি ‘কঠিন এবং শক্ত’ প্রতিপক্ষ হিসেবেও উল্লেখ করেন।


সূত্রঃ অনলাইন