মেসিদের হারানো ফুটবলাররা পাচ্ছেন রোলস রয়েস ফ্যান্টম

ক্রিকেট দুনিয়া November 23, 2022 5,155
মেসিদের হারানো ফুটবলাররা পাচ্ছেন রোলস রয়েস ফ্যান্টম

গতকাল আর্জেন্টিনাকে হারিয়ে কাতার বিশ্বকাপের প্রথম অঘটনটি উপহার দেয় সৌদি আরব। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দেয় তারা। এর পরপরই বাদশাহ সালমান বিন আবদুল আজিজের কাছে জাতীয় ছুটি ঘোষণার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান।


সেই প্রস্তাবে বাদশাহ অনুমোদন দেন। ফলে সৌদি আরবের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, বিদ্যালয় আজ বন্ধ থাকছে। পরে সেই যুবরাজই আবার ঘোষণা দেন, আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামা প্রত্যেক ফুটবলারকে রোলস রয়েস ফ্যান্টম গাড়ি পুরস্কার দেওয়া হবে।


এদিকে সৌদির জয়ের পর থেকেই উল্লাস শুরু হয়ে যায় দেশটিতে। এমনিতে ফুটবলপাগল দেশ সৌদি আরব। অবিস্মরণীয় এ জয়ের পর রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন হাজার হাজার লোক।আর্জেন্টিনার মতো দলকে হারানোর গুরুত্ব তাদের কাছে ঠিক কতটা, জয়োল্লাসে বুঝিয়ে দিয়েছেন তারা। এদিকে ম্যাচ জেতার পর তার পুরো কৃতিত্ব দলের কোচ হার্ভে রেনার্ডকে দিয়েছেন ফুটবলাররা।


সূত্রঃ বিডি২৪রিপোর্ট