বিপিএলেট নবম আসরের ড্রাফটে দল পেয়েছেন সাব্বির রহমান ও নাসির হোসেন। ড্রাফটে নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে ঢাকা ডমিনেটরস ও সাব্বির রহমানকে দলে টেনেছে খুলনা টাইগার্স।বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর এক অভিজাত হোটেলে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়।
ড্রাফটের প্রথম ধাপেই লিটন দাসকে দলে টানে কুমিল্লা। সিলেটে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে টেনেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফরচুন বরিশাল দলে ভিড়িয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। মোহাম্মদ মিঠুন ঢাকায়, মেহেদী হাসান রংপুর রাইডার্সে, মোহাম্মদ সাইফউদ্দিন খুলনা টাইগার্সে ডাক পেয়েছেন।
এবারের প্লেয়ার্স ড্রাফটে ৪০০ বিদেশি ক্রিকেটারের সঙ্গে ২১৭ জন দেশি ক্রিকেটার থাকবেন।
সূত্রঃ আরটিভি অনলাইন