টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৩ নভেম্বর প্লেয়ার্স ড্রফট অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী দল পৌঁছাতে শুরু করে দিয়েছে প্রতিটি ফ্রাঞ্চাইজি।
ইতিমধ্যেই একজন করে দেশে ক্রিকেটার দলে নিয়েছে প্রতিটি ফ্রাঞ্চাইজি। যার মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলবেন আফিফ হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলবেন মোস্তাফিজুর রহমান। ঢাকা দলের হয়ে খেলবেন তাসকিন আহমেদ।
বরিশালে খেলবেন সাকিব আল হাসান, খুলনা টাইগার্স দলে খেলবেন তামিম ইকবাল। রংপুর রাইডার্স খেলবেন নুরুল হাসান সোহান এবং সিলেট স্ট্রাইকার্স খেলবেন মাশরাফি বিন মোর্তজা। এছাড়াও একাধিক বিদেশি ক্রিকেটারদেরকে দলে নিয়েছে অনেক ফ্রাঞ্চাইজি।
বিপিএলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া অধিকাংশ ক্রিকেটার পাকিস্তানি। এদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে সিলেট স্ট্রাইকার্স।
সিলেট স্ট্রাইকার্স : মাশরাফি মুর্তজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলংকা), কামিন্দু মেন্ডিস(শ্রীলংকা), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলংকা), কলিন অ্যাকারম্যান (নেদারল্যান্ডস), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), মোহাম্মদ হারিস (পাকিস্তান)।
ফরচুন বরিশাল : সাকিব আল হাসান, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), করিম জানাত (আফগানিস্তান), ইফতেখার আহমেদ (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান)।
রংপুর রাইডার্স : নুরুল হাসান সোহান, শোয়েব মালিক (পাকিস্তান), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান), পথুম নিসাঙ্কা (শ্রীলংকা), আজমতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
খুলনা টাইগার্স : তামিম ইকবাল, নাসিম শাহ (পাকিস্তান), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), আজম খান (পাকিস্তান), আবিষ্কা ফার্নান্দো (শ্রীলংকা)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), হাসান আলী (পাকিস্তান), ব্র্যান্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ), খুশদিল শাহ (পাকিস্তান), আবরার আহমেদ (পাকিস্তান)।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট